সরিয়ে রেখে Selfie Stick, প্রণাম করলেই মায়ের Click!
এবার পুজোয় হাতিবাগান সার্বজনীনে সংবাদ প্রতিদিন ডিজিটাল নিয়ে এল #MaaClicks। তার মানে? এই পুজো প্যান্ডেলে ছবি তুলবেন মা দুর্গা স্বয়ং! তাই আর সেলফি নয়, মায়ের সামনে দাঁড়িয়ে হাতজোড় করে ভক্তিভরে প্রণাম করলেই উঠবে তোমার ছবি। মায়ের তোলা সেই ছবি মুহূর্তে ফুটে উঠবে সামনে রাখা একটি স্ক্রিনে। শুধু তাই নয়, ছবিটির সঙ্গে দেওয়া QR Code স্ক্যান করলে তা সরাসরি তোমার মোবাইলে। সঙ্গে থাকবে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সুযোগও। তবে শেয়ার করার সময় #MaaClicks জুড়ে দিতে ভুলো না যেন।
তাই পুজোর পঞ্চমী থেকে নবমী হাতিবাগান সার্বজনীনে ঢুঁ মারা মাস্ট। মায়ের হাতে তোলা ছবি নিজের টাইমলাইনে রাখার এমন সুযোগ যেন হাতছাড়া না হয়!
[প্যান্ডেল ছাড়ার আগে তড়িঘড়িতে স্ক্যান করতে ভুলে গেলেও নো টেনশন। তোমার ছবি আপলোড হবে এই মাইক্রোসাইটেও। জাস্ট খুঁজে নিয়ে সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেই হল।]
Keep away the selfie stick , Maa Durga is here to take your pic!
This Puja, Sangbad Pratidin Digital brings #MaaClicks at Hatibagan Sarbojanin. Maa Durga herself will be taking your snap at this Puja pandal. Forget selfies, just do Pranam before the idol with folded hands and get clicked by Maa Durga. Your picture taken by the deity, along with a QR code will appear on a screen in front of you. Scan the QR code and get your photo on your smartphone
Please visit Hatibagan Sarbojanin Puja pandal between October 3 and 8 and don't miss the chance to get your picture captured by Maa Durga.
[No need to worry if you are unable to scan the QR code before leaving the Puja premises. Your photo will be right here on this microsite.]